শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন তরুণ প্রজন্ম আর নির্বাচনী ভাগ-বাটোয়ারায় বিশ্বাস করে না: নাহিদ ইসলাম বাগেরহাট ২৫০শয্যা হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার কমপ্লেক্স উদ্বোধন গণঅভ্যুত্থানে সব হত্যাকান্ডের জন্য হাসিনা দায়ী : নাহিদ ইসলাম বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশে গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, যেমন থাকবে আবহাওয়া শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগের ঘোষণা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু নেই দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭ শতাংশ, পাস করেনি ১৩ বিদ্যালয়ের কেউ 
বিজ্ঞপ্তি :

কমেছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু নেই

নিজস্ব প্রতিবেদক:

দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩ জনের দেহে করোনাভাইরাস পাওয়া গেছে। তারা সবাই চট্টগ্রাম জেলার বাসিন্দা। এ নিয়ে এ বছর এখন পর্যন্ত মোট ৬৩২ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
 
তবে গত একদিনে নতুন করে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। তাই মৃত্যুর সংখ্যা চলতি বছরের জানুয়ারি থেকে আজ পর্যন্ত ২৪ জন অপরিবর্তিত রয়েছে।

রোববার (৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে ২২৪ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৩ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে করোনাভাইরাস মহামারির শুরু থেকে এখন পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক শূন্য ৪ শতাংশ। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১ দশমিক ৩৪ শতাংশ।

উল্লেখ্য, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দু’দিন করোনায় সর্বাধিক ২৬৪ জন করে মারা যান। ২০২২ সাল থেকে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা কমে আসতে থাকে। একপর্যায়ে এটি শূন্যে নেমে আসে।



ফেজবুকে আমরা