রবিবার, ০৩ অগাস্ট ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন তরুণ প্রজন্ম আর নির্বাচনী ভাগ-বাটোয়ারায় বিশ্বাস করে না: নাহিদ ইসলাম বাগেরহাট ২৫০শয্যা হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার কমপ্লেক্স উদ্বোধন গণঅভ্যুত্থানে সব হত্যাকান্ডের জন্য হাসিনা দায়ী : নাহিদ ইসলাম বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশে গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, যেমন থাকবে আবহাওয়া শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগের ঘোষণা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু নেই দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭ শতাংশ, পাস করেনি ১৩ বিদ্যালয়ের কেউ 
বিজ্ঞপ্তি :

জুলাই গণহত্যায় দায় স্বীকার সাবেক আইজিপির, হতে চান রাজস্বাক্ষী

নিজস্ব প্রতিবেদক:

জুলাই-আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলণের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাসহ ৩ জনের বিচার শুরুর আনুষ্ঠানিক আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এদিন সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এ সময় সাবেক এই আইজিপি মানবতাবিরোধী অপরাধে দায় স্বীকার করেছেন।

ট্রাইব্যুনালে চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, আমি জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত। এই মামলায় আমি স্বতঃপ্রণোদিত হয়ে রাজসাক্ষী হতে চাই।

বৃহস্পতিবার (১০ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এই আদেশ দেন। এর মধ্য দিয়ে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হলো।

এর আগে গত ৭ জুলাই ২০২৪ সালের জুলাইয়ে গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন বিষয়ে আদেশের জন্য আজকের তারিখ ধার্য করা হয়। মামলায় আসামিদের মধ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান পলাতক। তাদের পক্ষে আমির হোসেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।

গত ১ জুলাই জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে শুনানি শেষ করে প্রসিকিউশন।

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে উপস্থিত ছিলেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন। সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে আইনজীবী জায়েদ বিন আমজাদ উপস্থিত ছিলেন।

এর আগে জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ১ জুলাই দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল।



ফেজবুকে আমরা