জাগো বাংলা নিউজ, ইউএসএ:
ইরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কাছে তাদের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার কোনো অনুরোধ করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবির বিপরীতে এ কথা বলেছে তেহরান।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ঈসমাইল বাঘায়ি মঙ্গলবার (৮ জুলাই) তাসনিম সংবাদ সংস্থাকে বলেন, আমাদের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের কাছে কোনো বৈঠকের অনুরোধ করা হয়নি।
একদিন আগে হোয়াইট হাউসে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এক নৈশভোজে ট্রাম্প দাবি করেছিলেন, গত মাসে ইসরায়েলের সঙ্গে ১২ দিনের যুদ্ধে পরাজয়ের পর ইরান নতুন পরমাণবিক চুক্তির জন্য আলোচনায় আগ্রহ দেখাচ্ছে। ওই যুদ্ধে যুক্তরাষ্ট্রও অংশ নিয়েছিল।
ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক দূত স্টিভ উইটকফও বলেছেন, আলোচনা আগামী সপ্তাহেই হতে পারে। তিনিও নৈশভোজে উপস্থিত ছিলেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ফাইন্যান্সিয়াল টাইমসে লিখেছেন, তেহরান কূটনীতিতে আগ্রহী, কিন্তু আরও আলোচনা নিয়ে আমাদের সন্দেহ আছে।
অন্যদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান মার্কিন সাংবাদিক টাকার কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে বলেছিলেন, আন্তরিকতা থাকলে আলোচনায় ইরানের আপত্তি নেই। গত সোমবার প্রচারিত এ সাক্ষাৎকারের পর ইরানে তীব্র সমালোচনা হয়। রক্ষণশীল সংবাদপত্র কায়হান লিখেছে, আপনি কি ভুলে গেছেন, মার্কিনিরা ইতিপূর্বে আলোচনার অজুহাতে হামলা চালিয়েছে?
অন্যদিকে, সংস্কারপন্থী দৈনিক হাম মিহান প্রেসিডেন্টের এ ধরনের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করেছে।
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পরমাণবিক ও সামরিক স্থাপনায় ব্যাপক ক্ষতি হয়েছে। ইরান বলছে, এতে এক হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। এমন পরিস্থিতিতে আলোচনা নিয়ে বিভ্রান্তি ও বিতর্ক তৈরি হয়েছে তেহরানে।
Message and Commercial Office: 2817 Fairmount Ave, Atlantic City, NJ 08401, USA
Email : jagobanglaus@gmail.com Helpline : USA +16094649559 BD +8801670067497
All rights reserved ©2024 jagobanglatv.us