নিজস্ব প্রতিবেদক:
দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু হয়েছে। এর ফলে মশাবাহিত এই রোগে চলতি বছরের মোট মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৫৪ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন অনুযায়ী, নতুন করে আক্রান্ত হয়ে ৩৩৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে ২০২৫ সালে মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৩১ জনে।
মারা যাওয়া দুজনের একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
চলতি বছরের ডেঙ্গু পরিস্থিতির পরিসংখ্যান অনুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে জুন মাসে—১৯ জন। আর জুলাই মাসের প্রথম দশ দিনেই প্রাণ হারিয়েছেন ১২ জন।
বাকি মৃত্যুর মধ্যে জানুয়ারিতে ১০ জন, ফেব্রুয়ারিতে ৩ জন, এপ্রিলে ৭ জন এবং মে মাসে মারা গেছেন আরও ৩ জন। মার্চ মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
চলতি বছরের ১০ জুলাই পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা নিম্নরূপ:
জানুয়ারি: ১,১৬১ জন
ফেব্রুয়ারি: ৩৭৪ জন
মার্চ: ৩৩৬ জন
এপ্রিল: ৭০১ জন
মে: ১,৭৭৩ জন
জুন: ৫,৯৫১ জন
জুলাই (১০ জুলাই পর্যন্ত): ৩,৬৩৫ জন
গত ২৪ ঘণ্টায় ভর্তি হওয়া রোগীদের মধ্যে বিভাগভিত্তিক সংখ্যার দিক দিয়ে সবচেয়ে বেশি রোগী বরিশালে—১০১ জন। এরপর রয়েছে:
ঢাকা সিটি করপোরেশন এলাকায়: ৭৬ জন
ঢাকা বিভাগের অন্যান্য অঞ্চল: ৪১ জন
চট্টগ্রাম বিভাগ: ৫৮ জন
খুলনা বিভাগ: ২৮ জন
রাজশাহী বিভাগ: ২৭ জন
ময়মনসিংহ বিভাগ: ৫ জন
সিলেট বিভাগ: ১ জন
বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মোট ১,২৮৬ জন ডেঙ্গু রোগী। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩৬১ জন এবং ঢাকার বাইরে চিকিৎসাধীন রয়েছেন ৯২৫ জন।
উল্লেখ্য, ২০২৪ সালে দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন ১ লাখ ১ হাজার ২১১ জন এবং মৃত্যু হয়েছিল ৫৭৫ জনের। যা ছিল দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড এবং তৃতীয় সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা মশা নিধনে স্থানীয় সরকার এবং নাগরিকদের সমন্বিত উদ্যোগের উপর গুরুত্বারোপ করছেন। একইসঙ্গে যে কোনো ধরনের জ্বর হলে দ্রুত পরীক্ষা করিয়ে ডেঙ্গু নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন তারা।
Message and Commercial Office: 2817 Fairmount Ave, Atlantic City, NJ 08401, USA
Email : jagobanglaus@gmail.com Helpline : USA +16094649559 BD +8801670067497
All rights reserved ©2024 jagobanglatv.us