শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন তরুণ প্রজন্ম আর নির্বাচনী ভাগ-বাটোয়ারায় বিশ্বাস করে না: নাহিদ ইসলাম বাগেরহাট ২৫০শয্যা হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার কমপ্লেক্স উদ্বোধন গণঅভ্যুত্থানে সব হত্যাকান্ডের জন্য হাসিনা দায়ী : নাহিদ ইসলাম বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশে গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, যেমন থাকবে আবহাওয়া শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগের ঘোষণা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু নেই দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭ শতাংশ, পাস করেনি ১৩ বিদ্যালয়ের কেউ 
বিজ্ঞপ্তি :

নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা বাতিল

নিজস্ব প্রতিবেদক:

সরকারি কর্মকর্তা, বিশেষ করে নারী কর্মকর্তাদের ‘স্যার’ সম্বোধনের বিতর্কিত প্রটোকল নির্দেশনা অবশেষে বাতিল করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ প্রায় ১৬ বছরের শাসনামলে জারি হওয়া এই নির্দেশনা নিয়ে দীর্ঘদিন ধরেই বিতর্ক চলছিল।

বৃহস্পতিবার অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৩তম বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয় বলে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে। বৈঠকে উল্লিখিত নির্দেশনার পাশাপাশি বিগত সরকারের সময় জারি হওয়া অন্যান্য প্রটোকল নির্দেশনাগুলোও পর্যালোচনার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রেস উইংয়ের বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার আমলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের তাকে ‘স্যার’ সম্বোধনের নির্দেশনা দেওয়া হয়েছিল, যা পরবর্তীতে অন্যান্য উচ্চপদস্থ নারী কর্মকর্তাদের ক্ষেত্রেও প্রযোজ্য হয়। বর্তমানে এ ধরনের সম্বোধনকে অস্বাভাবিক ও বৈষম্যমূলক হিসেবে চিহ্নিত করা হয়েছে।

নির্দেশনা বাতিলের পাশাপাশি, প্রটোকল নির্দেশনা ও সম্বোধনসংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনা করে যথাযথ সংস্কারের লক্ষ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। বিদ্যুৎ, সড়ক ও রেলপথবিষয়ক উপদেষ্টা মোহাম্মদ ফাওজুল কবির খান এবং পরিবেশ ও পানিসম্পদ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানকে এই কমিটিতে রাখা হয়েছে।

কমিটি আগামী এক মাসের মধ্যে উপদেষ্টা পরিষদের কাছে প্রটোকল সংশোধনের প্রস্তাবনা তুলে ধরবে বলে জানানো হয়েছে।



ফেজবুকে আমরা