বাগেরহাট প্রতিনিধি:
কচুয়া উপজেলার মানবিক ও উদ্যমী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কে এম আবু নওশাদের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেলে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার গোলচত্বরে সামাজিক সংগঠন 'চলো পাল্টাই'-এর উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে অংশ নেয় গোয়ালমাঠ রশিক লাল মাধ্যমিক বিদ্যালয় ও গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সাধারণ জনগণ। বক্তব্য রাখেন গোয়ালমাঠ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাসেম ফরাজী, চলো পাল্টাই-এর উপদেষ্টা সুব্রত কুমার মুখার্জী, রশিক লাল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন কুমার গুহ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক গোপাল দেবনাথ প্রমুখ।
বক্তারা বলেন, ইউএনও কে এম আবু নওশাদ একজন সৎ, কর্মঠ ও মানবিক কর্মকর্তা। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি কচুয়াকে বদলে দিতে অক্লান্ত পরিশ্রম করেছেন। শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ সকল খাতে উন্নয়নের ছোঁয়া লেগেছে তার আন্তরিক প্রচেষ্টায়। গভীর রাতে সাইকেল চালিয়ে অসহায় মানুষের খোঁজখবর নেওয়ার মতো দৃষ্টান্ত স্থাপন করে তিনি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তার বদলি আদেশ এই উপজেলার উন্নয়নের ধারাবাহিকতায় বড় ধাক্কা হয়ে দাঁড়াবে।
তারা আরও বলেন, এই বদলি আদেশ শুধু একজন কর্মকর্তাকে সরিয়ে নেওয়ার বিষয় নয়, বরং এটি কচুয়ার অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার সামিল। তারা সরকারের সংশ্লিষ্ট মহলের কাছে দাবি জানান, ইউএনও কে এম আবু নওশাদের বদলি আদেশ পুনর্বিবেচনা করে তা বাতিল করা হোক।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সুভাষ চন্দ্র কর, কৃষ্ণ কান্ত দাস, শিক্ষক মোঃ নুরুল ইসলাম খান, মোঃ আলমগীর হোসেন, মোঃ খালিদ হোসেন, ডাকুয়া বেল্লাল হোসেন, অনামিকা রানী সাহা, সাহিনা আক্তার এবং ‘চলো পাল্টাই’-এর সদস্য শেখ মনিরুজ্জামান, নয়ন সরদারসহ আরও অনেকে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা স্বতঃস্ফূর্তভাবে ইউএনও’র প্রতি তাদের ভালোবাসা ও আস্থার প্রকাশ করেন এবং উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় তার পাশে থাকার অঙ্গীকার করেন।
Message and Commercial Office: 2817 Fairmount Ave, Atlantic City, NJ 08401, USA
Email : jagobanglaus@gmail.com Helpline : USA +16094649559 BD +8801670067497
All rights reserved ©2024 jagobanglatv.us