শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১০:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন তরুণ প্রজন্ম আর নির্বাচনী ভাগ-বাটোয়ারায় বিশ্বাস করে না: নাহিদ ইসলাম বাগেরহাট ২৫০শয্যা হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার কমপ্লেক্স উদ্বোধন গণঅভ্যুত্থানে সব হত্যাকান্ডের জন্য হাসিনা দায়ী : নাহিদ ইসলাম বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশে গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, যেমন থাকবে আবহাওয়া শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগের ঘোষণা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু নেই দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭ শতাংশ, পাস করেনি ১৩ বিদ্যালয়ের কেউ 
বিজ্ঞপ্তি :

বাগেরহাট ২৫০শয্যা হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার কমপ্লেক্স উদ্বোধন

বাগেরহাট প্রতিনিধি:

বাগেরহাট ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নবনির্মিত অপারেশন থিয়েটার কমপ্লেক্সের উদ্বোধন উপলক্ষে স্বাস্থ্যসেবা কমিটির সদস্য ও সুশীল সমাজের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ জুলাই) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইদুর রহমান।

সভায় সভাপতিত্ব করেন খুলনা স্বাস্থ্য বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক ডাঃ মোঃ মুজিবুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মোঃ আবু জাফর।

অনুষ্ঠানে স্থানীয় সুশীল সমাজের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় বক্তারা বলেন, এই নতুন অপারেশন থিয়েটার কমপ্লেক্স চালুর ফলে জেলাবাসী উন্নত ও জরুরি স্বাস্থ্যসেবা আরও সহজেই পাবেন।

প্রধান অতিথি মোঃ সাইদুর রহমান বলেন, “সরকার স্বাস্থ্যখাতে মানোন্নয়ন ও আধুনিকায়নের লক্ষ্যে নিরলসভাবে কাজ করছে। এ ধরনের অবকাঠামো উন্নয়ন তারই প্রতিফলন।”

সভায় জনসাধারণের স্বাস্থ্যসেবা প্রাপ্তি সহজ করতে কমিউনিটি পর্যায়ে সচেতনতা বাড়ানো ও সেবার মান নিশ্চিত করতে স্থানীয় নেতৃবৃন্দের সহযোগিতার ওপর গুরুত্ব দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্মিত অপারেশন থিয়েটার কমপ্লেক্স পরিদর্শন করেন এবং সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করেন।



ফেজবুকে আমরা