নিজস্ব প্রতিবেদক:
রাজশাহীতে অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছেন বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহীদ। বুধবার দুপুরে রাজশাহী বেতার ভবনে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
তিনি বলেন, দেশের সব বেতার শিল্পীদের ভাতা বাড়িয়ে দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হবে অন্যান্য সুযোগ-সুবিধাও। বেতারে আউটসোর্সিংয়ের ভিত্তিতে অনিয়মিত শিল্পীদের নিয়োগ দেওয়া হবে।
মহাপরিচালক বলেন, বেতার এক সময় ছিল গণমানুষের একমাত্র কণ্ঠস্বর। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ১৬ বছরে বেতারের কোনো উন্নয়ন হয়নি। কেবল সরকারের প্রচার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়েছে। রাজশাহী বেতার ভবন ৬৫ বছরের পুরোনো একটি সম্প্রচার মাধ্যম। বর্তমানে জরাজীর্ণ অবস্থায় এর কার্যক্রম চলছে।
আওয়ামী লীগ সরকারের আমলে বগুড়ায় বাতিল হওয়া বেতার কেন্দ্র স্থাপন প্রকল্পটি বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, স্থানীয় জনগণের দাবির পরিপ্রেক্ষিতে সেখানে একটি পূর্ণাঙ্গ বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করা হবে। যাতে জনগণ নিজেদের সমস্যা ও সম্ভাবনার কথা বলতে পারে।
বেতার মহাপরিচালক বলেন, বেতারে বৈষম্য দূর করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। তবে কারো সঙ্গে অন্যায় করা হবে না। যোগ্য শিল্পীদের মূল্যায়ন করা হবে। যাতে সবাই সম্মানের সঙ্গে কাজ করতে পারেন সেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
মতবিনিময় অনুষ্ঠানে বাংলাদেশ বেতারের প্রধান প্রকৌশলী মুনীর আহমদ, অতিরিক্ত পরিচালক (প্রশাসন ও অর্থ) সৈয়দ জাহিদুল ইসলাম, রাজশাহী বেতারের আঞ্চলিক পরিচালক কিশোর রঞ্জন মল্লিক, আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক সুলতানা পারভীন ও আঞ্চলিক প্রকৌশলী গোলাম মুক্তাদির প্রমুখ অংশ নেন।
মতবিনিময় অনুষ্ঠানে বেতারের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও রাজশাহী বেতার অঞ্চলের জেলা সংবাদদাতা, সংবাদপাঠক, অনুষ্ঠান উপস্থাপক, নাট্যশিল্পী ও কলাকুশলীরা উপস্থিত ছিলেন।
Message and Commercial Office: 2817 Fairmount Ave, Atlantic City, NJ 08401, USA
Email : jagobanglaus@gmail.com Helpline : USA +16094649559 BD +8801670067497
All rights reserved ©2024 jagobanglatv.us