শনিবার, ০২ অগাস্ট ২০২৫, ১১:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বাগেরহাটের কচুয়ায় নির্বাহী অফিসারের বদলি আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন তরুণ প্রজন্ম আর নির্বাচনী ভাগ-বাটোয়ারায় বিশ্বাস করে না: নাহিদ ইসলাম বাগেরহাট ২৫০শয্যা হাসপাতালে নতুন অপারেশন থিয়েটার কমপ্লেক্স উদ্বোধন গণঅভ্যুত্থানে সব হত্যাকান্ডের জন্য হাসিনা দায়ী : নাহিদ ইসলাম বিয়ে করলেই নাগরিকত্ব পাওয়া যায় যেসব দেশে গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দিচ্ছে সরকার ঢাকায় ২৪ ঘণ্টায় ৪৫ মিলিমিটার বৃষ্টি, যেমন থাকবে আবহাওয়া শিল্পকলার মহাপরিচালক জামিল আহমেদের পদত্যাগের ঘোষণা কমেছে করোনা আক্রান্তের সংখ্যা, মৃত্যু নেই দিনাজপুর বোর্ডে পাসের হার ৬৭ শতাংশ, পাস করেনি ১৩ বিদ্যালয়ের কেউ 
বিজ্ঞপ্তি :

নির্বাচন নিয়ে আর সমস্যা হবে না: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতির জন্য সরকারের দেওয়া নির্দেশনা প্রশংসার যোগ্য। তিনি আশা প্রকাশ করেন, দেশের জনগণ সামনে একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে।

বৃহস্পতিবার (১০ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে) ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) যৌথ আয়োজনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল বলেন,
“দেশের জনগণ নির্বাচন ও ভোটাধিকারের জন্য প্রাণ দিয়েছেন। কাজেই আমি মনে করি, নির্বাচন নিয়ে আর কোনো সমস্যা হবে না।”

তিনি জানান, বিএনপি জুলাই গণঅভ্যুত্থানকে খাটো করে দেখে না। এই ঐতিহাসিক ঘটনাকে যথাযথ মূল্যায়নের অংশ হিসেবে জুলাই সনদের সুপারিশপত্র বুধবার রাতে সরকারের কাছে জমা দেওয়া হয়েছে।

আলোচনা সভায় তিনি আরও বলেন,
“বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাস করে। আমরা সংস্কারকে স্বাগত জানাই। কিন্তু কেউ যদি বলে বিএনপি সংস্কারে বাধা দিচ্ছে, তাহলে সেটা ভুল ব্যাখ্যা।”

সরকারের সমালোচনা করে ফখরুল বলেন,
“গত ১৭ বছরে প্রায় ৬০ লাখ নেতাকর্মীর নামে মিথ্যা মামলা হয়েছে, ২০ হাজার নেতাকর্মীকে হত্যা করা হয়েছে। এই বাস্তবতা পাশ কাটিয়ে যাওয়া যায় না। যারা এই সত্য অস্বীকার করছেন, তারা গণতন্ত্রের দিকেই চোখ বন্ধ করে আছেন।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে বিএনপি মহাসচিব বলেন,
“সীমান্তে প্রতিনিয়ত মানুষ হত্যা হচ্ছে, পুশ ইন চলছে। এটা কোনোভাবেই হালকাভাবে নেওয়া যাবে না। সরকারকে ভারতের সঙ্গে এ বিষয়ে দৃঢ়ভাবে দরকষাকষি করতে হবে।”

তিনি ন্যায্য পানি বণ্টন নিয়ে ভারতের সঙ্গে আন্তরিক আলোচনারও দাবি জানান।

জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন,
“এই মুহূর্তে সবচেয়ে জরুরি হলো জাতিগত ঐক্য গড়ে তোলা। বিভক্তি নয়, সম্মিলিতভাবে গণতান্ত্রিক অধিকার রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে।”

সভায় সভাপতিত্ব করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহীদুল ইসলাম এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক খুরশীদ আলম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা পরিষদের সদস্য আবদুস সালাম, নির্বাহী কমিটির সদস্য মাইনুল ইসলাম, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি ও কালের কণ্ঠের সম্পাদক কবি হাসান হাফিজ, বিএফইউজের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, মহাসচিব কাদের গণি চৌধুরী, যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদার, আমার দেশের নির্বাহী সম্পাদক সৈয়দ আবদাল রহমান, প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, বিএফইউজের সহ-সভাপতি এ কে এম মহসিন, প্রবাসী সাংবাদিক ইমরান আনসারী এবং ডিইউজের সাংগঠনিক সম্পাদক এম সাইদ খান প্রমুখ।



ফেজবুকে আমরা